মিরসরাইয়ে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো হিতকরী

top Banner


পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মিরসরাই উপজেলার অন্যতম জননন্দিত স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী। বৃহস্পতিবার (২৩ মার্চ ) উপজেলার আবুতোরাবস্থ সংগঠনটির কার্যালয়ে শতাধিক গরিব, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব রমজান উপহার তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীবৃন্দ। উপজেলার মায়ানী, মঘাদিয়া, খৈয়াচড়া, সাহেরখালী, মিঠানালা ইউনিয়নের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ ও বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক নুরুচ্ছাপা নিলয়, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, সহযোগী অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক ইশতিয়াক চৌধুরী ইমু, পাঠগৃহ সম্পাদক সাজ্জাদ সাকিব, সাবেক পাঠগৃহ সম্পাদক রুস্তম আলী সৈকত প্রমুখ।

হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদ বলেন, হিতকরীর প্রতি অভাবি মানুষদের একটা আকাঙ্খা থাকে সব সময়। তা দেখে শত ব্যস্ততার মধ্যেও চুপ থাকতে পারিনা আমরা। হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল ভাই অভাবী মানুষের প্রত্যাশা নিয়ে পোস্ট দেয়ার পর নিভৃতচারি এক ভাই ফোন করে জানালেন আপনারা ত্রান তৎপরতায় নেমে পড়ুন আমি ৫বস্তা চাল দেব। সেই সাথে অন্যান্য দানশীল ভাই ও হিতকরী সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই টিম হিতকরী সেই টিম হিতকরী যাঁরা করোনার লকডাউনে মাসের পর মাস ত্রান বিতরন করে গেছে উপজেলার নানা প্রান্তরে। আমরা আমাদের অতিত অভিজ্ঞতা ও নীতি অনুযায়ী এমন সব পরিবারকে ত্রান পৌছানোর সিদ্ধান্ত নিয়েছি যারা সাইনবোর্ডধারী গরিব নয়, যারা অভাব করছেন কিন্তু সামাজিক অবস্থান বা আত্মসম্মানের কারনে চাইতে পারেন না এমন সব পরিবারকে রমজান উপহার বিতরনে অগ্রাধিকার দিয়ে বিতরণ করেছি। ইনশা-আল্লাহ আগামীতেও এসব কার্যক্রম চলমান থাকবে টিম হিতকরীর।

আরো খবর