চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ হিসেবে প্রতিটি শিক্ষার্থী ১ ডজন কলম, ১টি স্কুল ব্যাগ ও ৬ টি করে খাতা মোট দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক জিয়া উদ্দিন, একরামুল হক, সহকারী শিক্ষক হাসান হাফিজ। প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেন বিদ্যালয়মুখী থাকে, বন্যায় ক্ষতিগ্রস্থরা যেন পড়ালেখা বন্ধ না করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাতে আমাদের স্কুল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।