মিরসরাইয়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
শ্রেষ্ঠ বক্তা তাহমিদ মুহিদ ও তানভির নাহার প্রভা
মিরসরাইয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ক্লাস ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) সকালে বিদ্যালয় হলরুমে প্রথমে বাংলাদেশের পেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম যুগোপযাগী এর পক্ষে-বিপক্ষে বিতর্ক করেন ৭ম এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনে উপকারী এর পক্ষে-বিপক্ষে বিতর্ক করেন ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপত্বিতে ও বিদ্যালয়ের শিক্ষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, মিরসরাই পৌরসভার ২ নং ওয়াডের কাউন্সিলর এবাদুল হক, মিরসরাই কলেজের প্রভাষক সাইফুল হক সিরাজী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক নাজিমুজ্জামান ও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ। বিতর্ক প্রতিযোগিতায় তাহমিদ মুহিদ ও তানভির নাহার প্রভা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।