মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করেছে। এছাড়া মধ্যপানরত দুইজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের পাশে^ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
মদ্যপানরত অবস্থায় আটক দুইজন হলেন, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের পুত্র মো. মোস্তফা ও মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার মনসুর আহাম্মদের পুত্র আবুল কাশেম (৫৫)।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মিরসরাই সদর ইউনিয়নের তালাবাড়িয়া এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে শনিবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া গেলেও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপর একটি মামলায় মো. মোস্তফা ও আবুল কাশেমকে মদ্যপান করায় তাদের আটক করা হয়। মোস্তফাকে একবছরের বিনাশ্রম কারাদ- ও একহাজার টাকা জরিমানা এবং আবুল কাশেমকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদ- ও ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রবিবার গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে আদালাতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।