তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির কাছে সংখ্যালঘুরা নিরাপদ। দেশের মানুষ আগে শান্তিতে বসবাস করতে পারেনি, আওয়ামী লীগগ দেশকে কারাগারে পরিনত করেছে। জনগন যখন খেলার মাঠে নেমেছে, তখন পেছনের দিয়ে পালিয়ে গেছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছর জোর করে ক্ষমতায় ছিলেন। তাঁরা ভোট ডাকাতের দল, তাই নেত্রী সহ দলের সবাই একসাথে পালিয়ে গেছে। তাঁরা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দূর্নীতির আখড়ায় পরিনত করেছে। বিশ্বের কাছে দেশকে দূর্নীতির একটি দেশে হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কারণ দেশের প্রশাসনে বিগত সময়ে আওয়ামীল ছাত্রলীগ, যুবলীগ ক্যাড়ারেরা দায়িত্বে ছিল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার হাইতকানি ইউনিয়স বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেন আর দাঁড়াতে না পারে সেজন্য জনগন ঐক্যবদ্ধ হয়েছে। তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। তারা বিএনপির শত শত নেতা-কমীদের মামলা দিয়েছে, মামলার জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, মামলা দিয়েছেন হামলা করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নাও।
ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক নাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন কোম্পানী, মো. আলী আহাম্মেদ, জাগির ডাক্তার, আবুল হোসেন মেম্বার, মো. ইলিয়াস হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রাশেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া প্রমুখ।