মিরসরাইয়ে শাহীদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির ইউনিয়ন পদযাত্রা সম্পন্ন

top Banner



চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা করেছে মিরসরাই উপজেলা বিএনপি।
আজ ১১ ফেব্রুয়ারী (শনিবার) মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচী পালন করা হয়। উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীতে জেলা-উপজেলা এবং স্ব-স্ব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ সাহেরখালী ইউনিয়নের কাজির তালুক সিপির মোড় এলাকা থেকে পদযাত্রার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলমা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, উপজেল বিএনপির সদস্য বদরোদ্দৌজা মিয়া, যুগ্ম আহবায়ক রফিক উদ্দিন মেম্বার, ইউয়িন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এফ.কে. জাহিদ, ইউনিয়ণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কৃষকদল নেতা আনোয়ার, যুবদল নেতা জাহাঙ্গীর, বিএনপি নেতা ফেরদৌস আলম চৌধুরী, ছাত্রদল নেতা এফ.কে. রাজুসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্চাসেবকদল নেতৃবৃন্দ।।
১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন’র নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহন করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মেম্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরের ছাপা, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি খান সাহেব, বিএনপি নেতা শাফায়েত, বিএনপি নেতা মনা বলি, বিএনপি নেতা মনচুর আহমদ, আলমগীর, নুর আলম, লিটন, যুবদল নেতা দিনাছ, ছাত্রদল নেতা মঈন উদ্দিন টিপুসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্চাসেবকদল নেতৃবৃন্দ।
১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিমের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা বিএনপির সদস্য সিরাজুল হক, আকরাম হোসেন সোহেল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, করেরহাট জাসাস এর সভাপতি সাঈদ ভুঁইয়া, বিএনপি নেতা আনোয়ার, আব্দুল মতিন, বিএনপি নেতা একরাম, বিএনপি নেতা মামুন, বিএনপি নেতা সাইফুল, বিএনপি নেতা সাহাদাত, বিএনপি নেতা আজিজুল হক খোকা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্চাসেবকদল নেতৃবৃন্দ।।
৪ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইব্রাহীম খালেদ হক সাবের নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য এ্যাডভোকেট শহিদুল উল্যাহ, শেখ তারিফুল ইসলাম তারেক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ আসিফ, বিএনপি নেতা আকাশ, বিএনপি নেতা মোঃ রাসেলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্চাসেবকদল নেতৃবৃন্দ।
১৪নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হকের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির, যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, বিএনপি নেতা তাজুল ইসলাম, বিএনপি নেতা ফয়েজ আহম্মদ, বিএনপি নেতা ফজলুল করিম, যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাবেদ হোসেন, সহ-সভাপতি যুবায়ের মুন্না, যুগ্ম-সম্পাদক তোহিদুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদল নেতৃবৃন্দ।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে আজকের পদযাত্রা। ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচী ঘোষণার পর থেকে পুরো মিরসরাই অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি উপেক্ষা করে মিরসরাইয়ের প্রতিটি ইউনিয়নে আজকের কর্মসূচীতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে হুমকি, ধমকি আর অবরুদ্ধ করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিএনপি জনগনের দল তারা জনগনের অধিকারের জন্য কাজ করে যাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে এখন। সাধারণ মানুষ নয় মধ্যবিত্তরাও এখন জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এই সরকার জনগের ভোটের অধিকার যেমন কেড়ে নিয়েছে তেমনি এখন তিলে তিলে জীবন কেড়ে নেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এভাবে চলতে দেওয়া যায়না। বাংলাদেশ আপোষহীন নেত্রী খালেদা জিয়ার কাছে নিরাপদ, বাংলাদেশ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের কাছে নিরাপদ। আমরা এই দেশের জনগনকে সেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কাজ করছি। মিরসরাই উপজেলা বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাবে।

আরো খবর