মিরসরাইয়ে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা

top Banner

মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি’র সাথে তৃণমূল বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সেলিম।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সহ সভাপতি আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মেম্বার, বিএনপি নেতা ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক আমজাদ বাবু, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খুরশিদ আলম, মো: জাফর, মো: হোসেন, যুবদল নেতা মোস্তফা,  বাবু, ফারুক ,শিবলু, রাকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম শাকিল, ছাত্রদল নেতা সাইফুল, সেলিম উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আরো খবর