বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে মিরসরাইয়ের রাজপথে সরব ছিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।
জানা গেছে, উপজেলার দুর্গাপুর, ওয়াহেদপুর ইউনিয়ন, মঘাদিয়া, ইছাখালী, ওচমানপুর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা এলাকায় অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
উপজেলার নিজামপুরে সমাবেশ করেছে ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১১নং মঘাদিয়া ইউনিয়নে অবস্থান নেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
অপরদিকে ভোর ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন করে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে পৌর আওয়ামী লীগ। সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জাফর উদ্দিনসহ নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, আমার অভিবাবক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে আমরা যুবলীগ অতীতের ন্যায় বর্তমানে রাজপথে রয়েছি।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘উপজেলার মোট ১৮ ইউনিটে আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করছে। পদযাত্রা কর্মসূচিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ।’