মিরসরাইয়ে বাগীশিক উপজেলা কমিটির অভিষেক

top Banner

“গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানে মিরসরাইয়ে বাগীশিক উপজেলা  কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বেলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ সেবাশ্রম সীতাকুন্ড মহারাজ শ্রীমৎ ভক্তি প্রদানন্দ মহারাজ।

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দের সঞ্চালনায় ও সভাপতি উৎপল কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাগীশিক মিরসরাই উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা মিহির কান্তি নাথ। অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন  বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শম্ভু দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সহ সাধারণ সম্পাদক বাবু শংকর কুমার সাহা, উত্তম কুমার শর্মা, বিপ্লব আচার্য, রতন কুমার দাস, সুভাষ সরকার, সঞ্জীব কুমার সাহা, ডা: এলভিন সাহা, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাগীশিক কমিটির সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সকল অতিথিদের উত্তরীয় ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত গীতা পাঠ, শপথবাক্য পাঠ, দুপুরে প্রসাদ বিতরণ এবং ধর্মীয় সংগীত অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। 

আরো খবর