মিরসরাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ মিরসরাই অডিটোরিয়ামে বদর দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির শিক্ষা বিষয়ক উপদেষ্টা আল্লামা ড.আ.ফ.ম খালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মকছুদ আহমদ, মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি মাওলানা ইব্রাহীম আল হাসান, তেমুহানি মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিন, ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শুয়াইব, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা পশ্চিম সদর মাওলানা ইব্রাহীম খলিল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আরো খবর