। চলমান রিপোর্ট ।
মিরসরাই উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবাইদুর রহমান ভাসানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আর্য্যরাজ দত্ত, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, ইপিআই কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী শুরু করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিন ৪৮টি বিদ্যালয়ে ৩২৫১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর থেকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণী থেকে নবম শেণীর ২৩ হাজার ৮৮২ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ হাজার ১১৮ জন কিশোরী সহ মোট ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে নিবন্ধন করে এইচপিভি টিকা দেয়া হবে। বিদ্যালয় কেন্দ্রে যারা টিকা দিবে না তারা নিবন্ধন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে পারবেন। কিশোরী ও মাতৃমৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।