জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিগুণে” এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টা উপজেলা অডিটরিয়ামে মিরসরাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর সহযোগিতায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনিষ্টিটিউট অফ ট্রপিকাল ইনফেকসাস ডিজিসেস এর পরিচালক ডা: মো: সাখাওয়াত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফএও এর সিনিয়র টেকনিকাল এডভাইসর কাটার্জিনা চাপলিকা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জুনিয়র ক্লিনিশিয়ান ডা: মুরাদ মো: সমশের তবরিজ খান, চট্টগ্রাম কৃষি সম্পসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপজেলার অর্ধ শতাধিক মহিলা অংশগ্রহন করেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধির জন্যে বৈচিত্র্যপূর্ণ, উচ্চ-মূল্যের ফসল উৎপাদন এবং তাজা ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য বাজারজাতকরণে আরও সক্রিয় ও প্রতিযোগিতামূলক করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) অর্থায়নে এসএসিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির কারিগরী সহায়তা প্রদান করছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।