মিরসরাইয়ে পানিবন্দী মানুষের পাশে এমপি রুহেল

top Banner

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

শুক্রবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে পানিবন্দি ‌দুই হাজার পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, ইছখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টু, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, এমপি পুত্র দারিউস রহমান, সুলাইমান রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এমপি মাহবুব উর রহমান বলেন, ‘আমি যখনই খবর পেয়েছি যে আমার এলাকার কিছু পরিবার পানিবন্দি অবস্থায় আছেন আমি তাৎক্ষণিক আমার এলাকায় আসি। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছি। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, কীভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো।

তিনি আরও বলেন, ‘আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক নির্বাচিত করেছেন, তাই আপনাদের সবাইকে নিয়ে আমরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব।

আরো খবর