মিরসরাইয়ে দুই ইউনিয়নে উপ নির্বাচন,চেয়ারম্যান ও সদস্য পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

top Banner

মিরসরাইয়ে দুটি ইউনিয়নে উপনির্বাচনে শুন্যপদে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে ৯ প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা জাকির হোসেনের কার্যালয়ে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন গত ৮ মে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করায় পদ শুন্য ঘোষণা করা হয়েছে। খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ৫ নং ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়।

করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতান গিয়াস উদ্দিন জসিম, জামাল উদ্দিন, মো. শোয়াইব ও সাইফুদ্দিন চৌধুরী। খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মনোনয়নপত্র জমা দিয়েছেন দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, রিয়াজুল হক, শাখাওয়াত হোসেন ও মো. হাসান।

আরো খবর