মিরসরাইয়ে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্র্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এইদিন বিকালে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদরে সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব এস. এম আবু সুফিয়ান।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁঞা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব আহম্মদ ছোবহান, প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম পেয়ার, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী অমল কান্তি শর্মা ও প্রাক্তন ছাত্র ও পতিষ্ঠাতা পরিবারের সদস্য চন্দন কুমার দাশ।
ঝুলপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খান বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬২ টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও ১৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
আরো খবর