মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুর রহিম বাবলু, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈনুদ্দিন চৌধুরী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সোলাইমান চুট্টু, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, শ্রমিক দল সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুসলিম, সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর, চট্টগ্রাম উত্তর জেলার জেলার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সভাপতি জাবেদ সহ-সভাপতি জুবায়ের মুন্না প্রমুখ।