বিএনপি-জামায়াতের সরকার পতনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে উপজেলার বড়দারোগারহাট থেকে শুরু করে বারইয়ারহাট ধুমঘাট ব্রীজ পর্যন্ত শতাধিক ছাত্রলীগ কর্মী এই মোটরসাইকেল শোডাউন অংশ নিয়েছে।
মোটর সাইকেল শোডাউনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, মিরসরাই কলেজ ছাত্রলীগ নেতা সরোয়ার জামান সিফাত, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের হাসান ডলার, উপ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক এমরান হোসেন আরিফ, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরেরছাপা নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহেদ বিন কামাল অনিক, সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল মিশু, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত মো. শাকিল, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন, সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি, কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম , সাধারণ সম্পাদক নুরুল আজিম, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. হাসান, , জেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, কাউছার হোসেন সোহলে, পৌরসভা ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আলো, জাবেদ ইকবাল শুভ, কলেজ ছাত্রলীগ নেতা মো. শিফন, আসিফ হাসনাত, মো. শুভসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। পরিদর্শন শেষে জেলা ছাত্রলীগের এ নেতা বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক নাশকতা এড়াতে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আওতাধীন প্রত্যেকটি ইউনিটের ছাত্রলীগের কর্মীদের জনগণের যেন কোন ক্ষতি না হয় সেজন্য সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ কমির রানার নেতৃত্বে পুরো উপজেলার মহাসড়ক জুড়ে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন,শান্তির মিরসরাইয়ে কেউ যদি নাশকতা করতে চায় তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা সকাল থেকে বিভিন্ন স্থানে তৎপর রয়েছি।