মিরসরাই উপজেলায় ক্ষত বিক্ষত হয়ে পড়েছে ৬০টি সড়ক। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব সড়ক দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষকে। এসব সড়কে কখন সংস্কার কাজ শুরু হবে তা সঠিক বলতে পারছেনা উপজেলা এলজিইডি। দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবী এলাকাবাসীর।
জানা গেছে, স্বরণ কালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, কৃষি, মৎস্য প্রকল্পের পাশাপাশি সড়ক, ব্রীজ ও কালভার্টের ক্ষতির পরিমানও কম নয়। এর আগে কখনো এক সাথে এত খাতে ক্ষতি সাধন হয়নি। বন্যার পানি কমে গেলেও রয়ে গেছে ক্ষত চিহৃ। বন্যায় এলজিইডির প্রায় ১১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাই সাম্প্রতিক বন্যায় ৬০টি সড়ক ও ২৫টি ব্রীজ কালভার্টেও ক্ষতি হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি। বেশি ক্ষতি হয়েছে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর, করেরহাট ইউনিয়ন, ধুম ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক, ওচমানপুর ইউনিয়ন, ইছাখালী, কাটাছরা, মিঠানালা ইউনিয়ন, মুহুরী প্রজেক্ট, জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক। অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙ্গণ দেখা দিয়েছে। অনেক সড়ক পানির ¯্রােতে তলিয়ে গেছে।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় গর্ত। গর্তে পড়ে বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা। এ সড়ক দিয়ে যেতে অনিহা প্রকাশ করে গাড়ি চালকেরা।
এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করা কামাল উদ্দিন জানান, বন্যায় তাদের চলাচলে জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ভেঙ্গে যাওয়ায় যানবাহনের ভাড়াও অনেক সময় বাড়িয়ে দেয় চালকরা।
এ বিষয়ে জানতে চাইলে মুহুরী প্রজেক্ট এলাকার মৎস্য চাষি আনোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক বন্যায় ওসমানপুর-মুহুরী প্রজেক্ট সড়ক, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কসহ বেশ কিছু সড়ক ভেঙ্গে গেছে। এসব সড়ক মৎস্য চাষিরা মাছ পরিবহনে ব্যবহার করে থাকে। এমনতিতে বন্যায় মৎস্য খাতে মিরসরাইয়ে প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ভাঙ্গা সড়কের কারণে মাছ সঠিক সময়ে বাজারজাতকরণ করতে না পারলে পুনরায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের সাইফুল ইসলাম বলেন, স্বরণ কালের ভয়াবহ বন্যায় করেরহাট এলাকার প্রায় সকল সড়ক নষ্ট হয়ে গেছে। বারইয়ারহাট-রামগড় সড়কের অবস্থাও করুণ। গাড়ি নিয়ে অনেক ভয়ে চলাচল করতে হয়। ১০ মিনিটের পথ এখন সময় লাগে ৪০ মিনিট।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, গত ২১ আগস্ট থেকে টানা ৭দিনের বন্যায় মিরসরাইয়ে ৬০টি সড়ক ও ২৫টি ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। তিনি আরো বলেন, এখনো নতুন করে ক্ষতিগ্রস্থ সড়কের তালিকা আসছে। সবগুলো একসাথে করে আমরা ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠাবো।