মিরসরাইয়ে করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা

top Banner



মিরসরাইয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ফুটপাত দখল করায় একটি করাতকলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। বুধবার (২২ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বুধবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মূল ফটকের সামনে সড়কের পাশে ফুটপাত দখল করে করাতকলের গাছের টুকরা এবং কাঠের স্তুুপ করে যানবাহন এবং জনসাধারণ চলাচলে বিঘœ ঘটানো দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং কাঠগুলোকে দ্রæত সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও আশপাশের অন্যান্য দোকানসমূহকে সড়কের পাশে রাখা কাঠ সরিয়ে নিতে বলা হয় তাৎক্ষণিকভাবে সড়কের পাশ থেকে কয়েকটি দোকানের মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর