মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান (ঘোড়া ) ৮নং দুর্গাপুর ইউনিয়ন এবং ৬নং ইছাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ করেছেন। বুধবার (১ মে) সকালে ঠাকুরদিঘী বাজার, দুর্গাপুর বাজার, দাশ পাড়া এবং বিকেলে ঝুলনপোল বাজার, মাদবারহাট, আবুরহাট, টেকের হাট এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, আওয়ামী লীগ নেতা এসএম সেলিম, মো. হাসান, আদর শাহ আরিফ, ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্ল্যাহ, যুবলীগ নেতা এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ, ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল ইসলাম অনিক, সাবেক সভাপতি আনিস, ৮নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদ হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র মিরসরাই উপজেলা সভাপতি মো. মহসীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেখ আতাউর রহমান (ঘোড়া ) বলেন, আমি র্দীঘদিন ধরে নিষ্ঠার সাথে দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছি। বিগত সময়ে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য থাকাকালীন যথাসাধ্য মিরসরাই উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরো বৃহৎ পরিসরে সেবা করার জন্য আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে তাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। গণসংযোগে উপজেলার যেখানে যাচ্ছি ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। ভোটাররা যদি নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে আমি বিজয় লাভ করবো। ইনশাআল্লাহ।