মিরসরাইয়ে অষ্টম এপিএল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

top Banner

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে অষ্টম বারের মতো এপিএল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আজমপুর বাজার সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

এসময় ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো:হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মো:মহিউদ্দিন নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম সপন, নিজাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ, সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম চত্বর, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, মুরশেদ আলম পলাশ, তোফাজ্জেল হোসেন রানা প্রমুখ।

উদ্বোধনী খেলায় প্রতিদন্ধিতা করেন প্রগতি সংঘ এবং ইয়াং স্টার। ড্র করে মাঠ ছেড়েছে উভয় দল।

আরো খবর