মিরসরাই উপজেলার দক্ষিণ মেহেদী নগর নূরানী তালিমুল কোরআন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের কুরআন মজিদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ( ৩১ জানুয়ারি) মাদরাসার প্রধান শিক্ষক ছানাউল্লাহ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব ও করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল আলম তৌহিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী নগর জামে মসজিদের খতিব মাওলানা মোক্তার হোসাইন, বারইয়ারহাট মর্ডান হিফজুল কুরআন মাদরাসার হাফেজ মনসুর আলম সহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।