মিরসরাইয়ে মসজিদিয়া ভূঁইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার মসজিদিয়া ভূঁইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু।
আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী শিক্ষক রকিবুল হাসানের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফজলুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজাম ভূঁইয়া, মেরিন সিফটি সিস্টেম কর্মকর্তা আজিজ উদ্দিন ভূঁইয়া, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সমকালের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক বিপুল দাশ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিউল আলম, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড সদস্য কামরুল হাসান শিবলু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর উন নবী, ওয়াহেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য নাজমুল হাসান রাসেল, সাবেক শিক্ষক আবু তাহের, মহালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।