নিজস্ব প্রতিনিধি
বিএনপি জামাতের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিল পরবর্তি সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন অপু, বিধান কর, যুব ও ক্রীড়া সম্পাদক ইউপি সদস্য ফারুক মালুম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন সহ ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আগামীতেও তিনি প্রধানমন্ত্রী ছাড়া কোন বিকল্প নেই। যথা সময়ে শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করেন। যদি কোন ধরনের নাশকতা, জ¦ালাও পোড়াও এর চেষ্টা করেন তাহলে পরিনতি ভালো হবে না। শান্ত জোরারগঞ্জকে অশান্ত করার অপচেষ্টা করবেন না। যদি অশান্ত করা পাঁয়তারা করে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।