আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতিকে বিজয়ী করতে মিঠানালা ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাশেম, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন রুবেল, শরীফ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ মাষ্টার সহ ওয়ার্ড সভাপতি সম্পাদকরা। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।