মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে। সমাপনী দিন বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম, মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মীর শাহীন, অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, নাছির উদ্দিন, সুমন্ত দাশ প্রমুখ। সমাপনী দিনে আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতায় ৭৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়া ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়া ২৯ জন শিক্ষার্থী, ৪ জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী, ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী বাংলাদেশে সাফল্যসহ রাষ্ট্রপতি এ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, কুজকাওয়াজ, ডিসপ্লে, মার্বেল চামুচ, মিউজিক্যাল চেয়ার, ফিলোপাসিং, স্মৃতি শক্তি পরীক্ষা, ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট প্রতিযোগিতা, সুন্দর ড্রেসপরা, বিস্কুট দৌড়, স্থির স্কিপিং, কেরাত প্রতিযোগিতা, গীতা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তি, হামদ, নাত, জাতীয় সংগীত প্রতিযোগিতা, লোক সংগীত, উপস্থিত বক্তব্য, দলীয় অভিনয়, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গানের তালে নৃত্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়াও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। মিরসরাই উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে করা হচ্ছে।
আরো খবর