আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ১৩ নং মায়ানী ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ডের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা , পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিঠুন শর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরেচ্ছাপা নয়ন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।