মলিয়াইশের হেতালিয়া পাড়ে দুর্বার’র যুগপূর্তি উৎসবে প্রান্তিক কৃষকদের সংবর্ধনা

top Banner

‘উৎসব রঙে দেশকে সাজাই- কৃষিতে স্বপ্ন ফলাই’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণিল উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী দুর্বার প্রগতি সংগঠন। এ উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুদিনব্যাপী আয়োজিত ১ম দিন সকালে বর্ণিল উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন। উদ্বোধনী পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী ও উৎসব আয়োজক পরিষদের সদস্য সচিব আলী হায়দার চৌধুরী’র যৌথ সঞ্চালনায় সভাপতি মির্জা মিশকাতের রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, অবসরপ্রাপ্ত কাস্টমস্ অফিসার মো. নুরুল হুদা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শিল্পী কমল দাশ ও আল নাসিম তালুকদার ।

বিকেলের গুণীজন সংবর্ধনার আলোচনা পর্বের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এমএ কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাটের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি রাশেদা আক্তার মুন্নি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা। অনুষ্ঠানে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানে সম্মাননা স্বরূপ দুর্বার পদক প্রদান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বাবলু কুমার পাল, ক্লিফটন গ্রুপের ডিরেক্টর ও সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক প্রশাসন তছলিমা পারভীন, চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাশরাব আহমেদ সিপিএ , মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম হোসেন ও এসেনশিয়ালস্ গ্রুপের চেয়ারম্যান রোকসানা আক্তার চৌধুরী রুহি মোস্তফা।

যুগপূর্তি উৎসবের সমাপনী দিন শনিবার কৃষক সংবর্ধনা পর্বের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টার সিনেপ্লেক্স ও দি পেনিনসুলা চট্টগ্রামের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়াম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা রত্না, মীরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আবুল হোসেন বাবুল, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার আবু শাঈদ মাহমুদ রনি। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দীন, মিঠানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, দুর্বার পৃষ্ঠপোষক তোফাজ্জ্বল হোসেন চৌধুরী মাসুদ, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ, সাবেক সভাপতি মহিবুল হাসান সজীব ও যুগপূর্তি উৎসবের আহবায়ক আবদুল্লাহ আল নোমান রাজু, সঞ্চালনায় ছিলেন কার্যকরি সদস্য জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসান ও অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ।

দুদিনব্যাপী উৎসব আয়োজনে ছিল উদ্বোধনী আয়োজন, আনন্দ র‌্যালি, খেলাধুলা, জন্মদিনের কেককাটা, গুণীজন সংবর্ধনা, দুর্বার পৃষ্ঠপোষক সংবর্ধনা, দুর্বার অ্যাওয়ার্ড, মিডিয়া সম্মাননা, সংগঠন সম্মাননা, সংগঠক ও উদ্যোক্তা সম্মাননা, শুভেচ্ছা সম্মাননা, আলোকচিত্র ও চিত্রকর্ম প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নিয়ে খুদে সেরা কৃষক প্রতিযোগিতা, উপজেলা থেকে বাছাই করা বিশ সেরা প্রান্তিক কৃষককে সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ, পনের জন প্রতিবন্ধীদের মাঝে মাননীয় এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিশেষ উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ, স্মরণিকা চন্দ্রবিন্দু প্রকাশ, দুইশত শীতের কম্বল বিতরণ, তাবু জলসা, আতশবাজি উৎসব, পিঠা স্টল, বই স্টল, ফ্রি টি স্টল, খেজুর রসের পায়েস স্টল, চিত্র শিল্প স্টল, ‘আন্ডা জাগাত্তুন আন্ডা সেরা’ এ বিষয়ে আয়োজন করা হয় বিনোদনমূলক রম্য বিতর্ক, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের কথায় ও পলাশ চন্দের সুরে ‘সাম্যের গান গেয়ে-প্রগতির কথা বলি’ নামে দুর্বার’র দলীয় সঙ্গীত প্রকাশ, উৎসবের দুদিনই সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ছিল মীরসরাই শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান, সঙ্গীত শিল্পী মহিবুল আরিফ, চট্টগ্রাম সুরচর্চা সঙ্গীত পরিষদ, চট্টগ্রাম ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আরশিনগর ফিউচার পার্কের সৌজন্যে মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, জেআর জিতুর পরিবেশনায় স্ট্যান্ড আপ কমেডি শো, সর্বশেষ মধ্যরাতে চট্টগ্রামের নোঙ্গর ব্যান্ড দলের মনমাতানো সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দুর্বার’র যুগপূর্তি উৎসবের সমাপনী হয়।

শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের শেকড় সন্ধানে সাম্য, প্রগতি, শান্তির ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে স্বদেশ প্রেমের স্বপ্ন বীজ বুননে দুর্বার’র যাত্রা শুরু করে চব্বিশ তরুণ ৭ জানুয়ারি ২০১১ সালে। এক যুগের এ দীর্ঘ পথচলায় দুর্বার সময়ের প্রয়োজনে মানবিক, সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

আরো খবর