বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মঘাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মামুনের উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ খোরমাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মামুন জানান, সন্ধ্যায় আবুতোরাব বাজার থেকে নিজের কাজ সারিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় খোরমাওয়ালা স্কুল সংলগ্ন এলাকায় তার পথ রোধ করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের ২০-২৫ জন সন্ত্রাসী। প্রাণের ভয়ে সে অন্য একটি বাড়িতে ডুকে গেলেও শেষ রক্ষা হয়নি তার। এসময় তারা তার উপর এলোপাথাড়ি হামলা চালায়।
এ ঘটনায় কোন মামলা দায়ের করেছেন কিনা জানতে চাইলে মো. মামুন বলেন, আমি দলের উর্ধ্বতনদের বিষয়টা অবহিত করেছি। দলের সাথে পরামর্শ করে আইনগত সিদ্ধান্ত নিব।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মঘাদিয়া জাসাদের সভাপতি রিয়াজ উদ্দিন। তিনি বলেন, আওয়ামি লাঠিয়াল গুন্ডা বাহিনী দেশজুড়ে যে ত্রাসের ও ভয়ের রাজনীতি চালু রেখেছে, তার আগ্রাসন থেকে আমরা কেউই আজ নিরাপদ না। এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করছি।