মঘাদিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

top Banner

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (শনিবার) মঘাদিয়ার ঠাকুরহাটে মঘাদিয়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ নুরুল আলম কোম্পানী ও আলম ফার্মেসীর যৌথ আয়োজনে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
ক্যাম্পে পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে বিভিন্ন স্কুল কলেজের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পের উদ্যোক্তা আলম ফার্মেসীর সত্ত্বাধিকারী মো. মুজাম উদ্দিন বলেন, ‘চিকিৎসা সেবার মতো মানব সেবা আর নেই, আমাদের এমন ক্যাম্পিং নিয়মিত অনুষ্ঠিত হবে’।

আরো খবর