ব্র্যাক ব্যাংকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বিজয়ী মনজুরুল ইসলাম
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসী পরিবার একাউন্ট সুবিধা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৯মে) ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনের এজেন্ট ব্যাংকিং বিভাগের টিমলিড কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের রিজনাল প্রধান এ এইচ এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ক্রেডিড প্রধান বিশ্বজিৎ দাস, চট্টগ্রাম বিভাগ রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, টেরিটরি ম্যানেজার হাটহাজারী সাইফুল ইসলাম, দাগন ভূঁইয়া এজেন্ট এ জেড এম সাইফুল ইসলাম টুটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক, সৈয়দ সাদমান আবেদিন, মুহাম্মদ দিদারুল আলম, মনজুরুল ইসলাম, ইয়াছিন আরাফাত সোহাগ, প্রমুখ।
এ সময় ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন-২০২৩ এর আওতায় মে-জুন মাসে সরাসরি ব্র্যাক ব্যাংকের একাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে এ ক্যাটাগরিতে বিজয়ী হন মো. মনজুরুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।