মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পড়ে থাকা নাম-পরিচয়হীন লাশ দাফন-কাপনের ব্যবস্থা করলেন স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার।
রোববার (১৫ অক্টোবর) রাত ১ টা নাগাদ হাসপাতালে বেওয়ারিশ লাশ পড়ে থাকার খবরে তিনি ছুটে যান। সোমবার জোহরের নামাজের পর শাহ কালা (রঃ) মসজিদ প্রাঙ্গনে ওই ব্যক্তির জানাযা শেষে পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সামনে এক ভবঘুরে পরিচয়হীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, হাসপাতালের আশেপাশে থাকতো ভবঘুরে ব্যক্তিটি বেওয়ারিশ অবস্থায় রোববার (১৫ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। সোমবার (১৬ অক্টোবর) জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের তত্ত¡াবধানে ওই লাশের দাফন করা হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসকি মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন জানান, রোববার রাত ১১টার দিকে একজন বললো হাসপাতালের সামনে লোকটা পড়ে রয়েছে, কিন্তু নড়াছড়া নেই। এরপর দেখি সে মারা গেছে। আমরা অনেক চেষ্টা করেও তার আত্মীয়-স্বজনের সন্ধান পাইনি। পরে জোরারগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার জানান, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সবসময় যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করি। রোববার রাতে হাসপাতালে ভবঘুরে পরিচয়হীন লাশটি পড়ে থাকার খবর পেয়ে আমি ছুটে যাই। সোমবার জোহরের নামাজের পর হাসপাতালের পাশে মস্তান নগর সামাজিক কবরস্থানে তাকে দাফন হয়েছে।