বিশিষ্ট নারী লেখিকা সাবরিনা ইয়াসমিনকে হত্যাচেষ্টা

top Banner

চলমান রিপোর্ট: বিশিষ্ট লেখক ও নারীবাদি আন্দোলনকর্মী সাবরিনা ইয়াসমিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) কতিপয় সন্ত্রাসীগোষ্ঠী সাবরিনা ইয়াসমিনের বাসায় ককটেল হামলা ও প্রাণনাশের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করেন এ নারীবাদি লেখিকা।

হামলার বিষয়ে সাবরিনা ইয়াসমিন চলমান মিরসরাইকে বলেন, কিছু সন্ত্রাসীগোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িতে ককটেল নিক্ষেপ করে। এসময় তারা উচ্চস্বরে হুমকি-ধমকি প্রদান করে।

তিনি বলেন, হামলাকারীরা আমার বাসার নিচ থেকে চিৎকার করে আমাকে নিচে নেমে আসতে বলে। আমি নারী উন্নয়নের নামে ইসলাম বিরোধী মতবাদ প্রচারে চেষ্টা করছি এ ধরনের অপবাদ এনে তারা বলে আমার বেঁচে থাকার কোন অধিকার নেই। আমি দেশ না ছাড়লে আমাকে হত্যার হুমকিও দেয় তারা।

কান্নাজড়িত কণ্ঠে লেখিকা সাবরিনা ইয়াসমিন বলেন, এতদিন শুধু আমার নিজের জীবনের উপর হুমকি ছিল। কিন্তু আজ আমার পরিবাবের উপর হামলা হওয়ায় আমি খুবই বিচলিত বোধ করছেন।

এবিষয়ে সাবরিনা ইয়াসমিনের শ্বশুর মো. আলী আসগর বলেন, একদল সন্ত্রাসী বাসায় ককটেল নিক্ষেপ ও আমার পুত্রবধু সাবরিনা ইয়াসমিনকে হুমকি-ধমকি দিলে আমি বাসার নিচে নেমে পুলিশে খবর দিই। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরো খবর