বিভিন্ন এতিমখানায় উপজেলা ছাত্রলীগের ঈদ সামগ্রী বিতরণ (ভিডিও)

top Banner

শাহ আব্দুল্লাহ আল রাহাত

মিরসরাইয়ের উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ঈদ সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগ।

রবিবার (৯ মে) চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সৌজন্যে এসব উপহার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, সদস্য রিফাত হোসেন সাদ্দাম, নাজমুল হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুবেল, শেখ তুরিন, উপ-সম্পাদক অনিক, ছাত্রলীগ নেতা নেতা ফয়জুল রিমন, ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. হাসান, যুগ্ম আহবায়ক মামুন, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আরিফ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল রায়হান, যুগ্ম-সম্পাদক সেফায়েত সেফা, ক্রীড়া সম্পাদক রুমি, মিরসরাই কলেজের সাবেক ছাত্রলীগ নেতা সিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, নিশাত, সৈকত ধর, জাবেদ ইকবাল শুভ, রাজিব, শরিফ ও আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে সারা দেশে ছাত্রলীগের প্রত্যেকটি নেতা পুরো রমজান মাস জুড়ে এতিম দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা উত্তর জেলা ছাত্রলীগের সংশ্লিষ্ট এই উপজেলায় মিরসরাইয়ের আগামীর কান্ডারি মাহবুব রহমান রুহেলের পরামর্শে ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে এই ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। ছাত্রলীগ একটি সেচ্ছাসেবী সংগঠন। এই মহামারি করোনা ভাইরাসে অন্য কোন ছাত্র সংগঠন মাঠে ছিল না একমাত্র বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা মাঠে থেকে অসহায়দের সহযোগিতা করে আসছে।

আরো খবর