চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় কালীবাড়ি কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা সেবা ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুর্গাপূজার নবমীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী ও লিও ক্লাব অব খুলশী ব্লু এবং মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর যৌথ সার্বিক সহযোগিতায় “বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়েছে।
আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মানিক চন্দ্র নাথ। বিনামূল্যে চিকিৎসা সেবার আওতায় প্রায় ২০০ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং ৩০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, যুগ্ম-সম্পাদক বিশ্ব পালিত, যুগ্ম সম্পাদক কল্লোল সেন, যুগ্ম সম্পাদক উত্তম শৰ্মা, সদস্য সুদর্শন রায়, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, লিও ক্লাব অব চিটাগং খুলশি ব্লু এর সভাপতি লিও রাজিব চন্দ্র পাল, সহ সভাপতি জুয়েল দাশ, জয়েন্ট ট্রেজারার লিও সাদেক হোসেন, মীরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শর্মা, সহ সভাপতি সোহাগ মজুমদার, সহ সভাপতি পলাশ রায়, সাধারণ সম্পাদক সৈকত ধর, কোষাধ্যক্ষ খোকন শীল, সমাজকল্যাণ সম্পাদক রুবেল পাল, সাংগঠনিক সম্পাদক রনি দাশ, প্রচার সম্পাদক বিকাশ দাশ প্রমুখ।