আধুনিক, দৃষ্টিনন্দন ও রুচিসম্মত কারুকাজ সম্বলিত উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে রেষ্টুরেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব। শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক মুহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে খাবারের মান ও ইনসাফ সম্পর্কিত ধর্মীয় আলোচনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। পরামর্শ মূলক বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক সালাহ উদ্দিন চৌধুরী ও স্যোশাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এ এসএম ওয়াকার উদ্দিন ভিপি প্রমুখ। খোঁজ নিয়ে জানা গেছে, ৪২ বছর আগে বারইয়ারহাটে শাহ আমানত হোটেল ও রেস্টুরেন্টের যাত্রা শুরু করে মরহুম আবু আহম্মদ। দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে হোটেল পরিচালনা করে আসছেন উনার সন্তানেরা। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে, নিত্যনতুন আইটেম নিয়ে রুচিসম্মত ভিআইপি নামে আরেকটি রেস্টুরেন্ট এর যাত্রা শুরু হয়েছে। শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন বলেন, মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে ভোক্তাদের সার্বিক দিক বিবেচনা করে এই রেষ্টুরেন্ট চালু করা হয়েছে। যেখানে একসাথে শতাধিক লোকের খাবার পরিবেশন করা যাবে। প্রায় শত রকমের আইটেম থাকবে, যেকোন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে পর্দ, বিয়ে, আকিকা, জন্মদিন পালন, সিম্পোজিয়াম, সেমিনারের সু-ব্যবস্থা রয়েছে। চাইনিজ, থাই, কন্টিনেন্টাল, ফাস্টফুড ব্যবস্থা ছাড়াও যাবতীয় জুস আইটেম থাকবে এবং শিশুদের জন্য রয়েছে কিডস জোন।