বারইয়ারহাট মৎস্য আড়ৎ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মৎস্য ব্যবসায়ী ফরিদুল ইসলাম। সোমবার ( ২৮ অক্টোবর) সমিতির সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. আবদুস সোবহান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. রিংকু কাদের জিকু, অর্থ সম্পাদক বাবুল চন্দ্র নাথ, সহ অর্থ সম্পাদক রবিউল হোসেন, প্রচার সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ রাফি ও ধর্মীয় সম্পাদক শরীয়ত উল্লাহ। উপদেষ্টারা হলেন বদিউল আলম সওদাগর, মো. ইউনুস মিয়া, নুরুল আমিন সওদাগর, আবদুল কাদের সওদাগর, এম আউয়াল মেম্বার, সাদেক হোসেন, নওশাদ মিয়া। মৎস্য ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি ফরিদুল ইসলাম বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমিতির সকলের স্বার্থ রক্ষার্থে যেন কাজ করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করছি।