বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র তাহের ভূঁইয়ার ছেলের উদ্যোগে শরবত বিতরণ

top Banner

মিরসরাইয়ে তীব্র তাপ দাহ থেকে একটু প্রশান্তি দেওয়ার লক্ষ্যে বারইয়ারহাট পৌরসভা বাজারের শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) সকালে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র এস এম তাহের ভূঁইয়ার বড় ছেলে ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মহসিন ভূঁইয়ার উদ্যোগে বারইয়ারহাট বাজারে এই কার্যক্রম করেন।

 

এমন উদ্যোগ সম্পর্কে মহসিন জানান, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে সাধারণ  মানুষের কষ্ট বেড়ে গেছে, এই কষ্টের মাঝে মানুষকে একটু সস্তি দেওয়ার জন্য শরবত বিতরণ কর্মশালা গ্রহণ করে ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

আমার ছোট ভাই  ফজলুল করিম,আজিজ,সাগর,রিয়াদ,আল শাহারিয়া রাভি সহ সকলের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করেছি, এই গরমের মাঝেও তারা সাধারণ মানুষের জন্য যে তিতিক্ষা শিকার করেছে, তাদের জানাই অন্তরের অন্তস্তল থেকে শুধুই ভালোবাসা।

তিনি আরো বলেন,সাধারণ মানুষের সাথে সবসময়ই  থাকতে পারাটা আল্লাহ তায়ালা রহম।পাশাপাশি এই গরমে শ্রমজীবী মানুষের পাশে থাকতে সামাজিক ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ সকলের সহযোগী করা উচিত।

আরো খবর