। চলমান রিপোর্ট।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জোরারগঞ্জ থানা শাখার বায়তুলমাল সম্পাদক আবদুল গফুর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা শাখার সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন, থানা প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসাইন, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ফারুক, আবুু তাহের, জসিম উদ্দিন, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী রেদোয়ানুল হক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজপথে থাকবে। ফ্যাসিস্টদের পুর্নবাসন বাংলাদেশে আর হবে না।