বড়তাকিয়ায় গ্রীন ক্যাফে এন্ড কিডস প্লে জোন উদ্বোধন

top Banner

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিরসরাই উপজেলার খৈয়াছরা ঝর্ণা রোডের সম্মুখস্থ ‌” গ্রীন ক্যাফে এন্ড কিডস প্লে জোন” গত শুক্রবার ( ১২ এপ্রিল) উদ্বোধন করা হয়।  উক্ত প্রতিষ্ঠান উদ্বোধন করেন ক্যাফের প্রতিষ্ঠাতা ডা: সুকান্ত কুমার রায় ও তাঁর সহধর্মিনী শিউলী রায়।   এসময় আরো উপস্থিত ছিলেন পাক্ষিক খবরিকার সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, তাছলিমা চৌধুরী সুরভী ও বঙ্গবন্ধু  মেডিকেল কলেজের এমবিবিএস  ৩য় বর্ষের শিক্ষার্থী তাছনিম মাহবুব তানহা, রাজদ্বীপ শংকর রায়, শুভ দ্বীপ শংকর রায়, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মকছুদ আহমদ নিজামী, মো: ফারুক, ইকবাল ও  ছোট্ট বন্ধু সারা, জারা ও সোহান ।   আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক জাবেদ হোসাইন, খবরিকার অনলাইন বিভাগের বিশেষ প্রতিনিধি নাসির উদ্দিন, নিয়াজ উদ্দিন নিপু ও তাকিবুর রহমান।

উপস্থিত অতিথি শিশুরাই ফিতা কেটে উক্ত ক্যাফে ও কিডস প্লেজোন উদ্বোধন করে।  এসময় শিশু ও অতিথিগন গ্রীন ক্যাফের সমৃদ্ধ সেবা সহ সাফল্যময় আগামীদিন প্রত্যাশা করেন।

আরো খবর