চলমান রিপোর্ট
সারাদেশে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৬টি ওয়ার্ডে ১৫শ মানুষকে টিকা দেয়া হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে এনে সকাল থেকে ভীড় করতে দেখা যায় টিকা গ্রহীতাদের। এসময় টিকা কার্যক্রম সার্বক্ষণিক পরিদর্শন ও মনিটরিং করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।
ওইদিন দুপুরে টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান। এসময় ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমার ইউনিয়নের ১৫০০ মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে। লোকজন টিকা গ্রহণ করতে মানুষ খুব আগ্রহী। টিকা কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং করেছেন এবং টিকা গ্রহণকারীদের ফুল ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন মিরসরাই’র আগামীর কান্ডারী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।