প্রজন্ম মিরসরাই’র দশম দিনের কর্মসূচী, হাফেজ ও এতিমদের সাথে ইফতার (ভিডিও সহ)

top Banner

নুরুল আমিন রায়হান

প্রজন্ম মিরসরাই ইফতার বিতরনের অংশ হিসেবে চরশরত কাছেমুল উলুম তালীমুদ্দীন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় এতিম ও হাফেজদের সাথে ইফতার আয়োজন করা হয়।

প্রজন্ম মিরসরাই’র দশম দিনের ইফতার কর্মসূচীর অর্থায়ন করেন নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিন আফ্রিকা প্রবাসী।

সভাপতি নুপুর দাশের তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি মো:মহসিন, সাধারন সম্পাদক ইমাম হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক রহিম উদ্দিন, সদস্য মো: অন্তর প্রমুখ

আরো খবর