নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই’র উদ্যোগে এক হাজার পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত ২৩ মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ১২ দিন উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও কয়েকটি এতিমখানায় এসব ইফতার বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি নুপুর দাশ বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে ও রমজানের কথা চিন্তা করে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে প্রজন্ম মিরসরাই পরিবার ইফতার বিতরনের উদ্যোগ গ্রহন করেন। ইফতার বিতরন কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শেখ আতাউর রহমান স্যার। যে সকল ব্যক্তি আমাদের সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জানা গেছে, সংগঠনের সহ-সভাপতি মো মহসিন প্রতিদিন নিজে উপস্থিত থেকে ইফতার বিতরন কর্মসূচী তত্বাবধান করেন। প্রতিদিন ইফতার বিতরন কার্যক্রম সফল করতে নিরলস ভাবে কাজ করেন প্রজন্ম মিরসরাই এর পরিচালক মঞ্জুরুল ইসলাম রায়হান, পরিচালক ওমর ফারুক, সভাপতি নুপুর দাশ, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল করিম আসাদ, সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক রহিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি রাহুল দাশ, সাবেক সহ- সভাপতি সুজন দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান নকিব, সদস্য অন্তর, শরীফ প্রমুখ।
১২ দিনের পোগ্রামের অর্থায়ন করেছেন সংগঠনের পৃষ্টপোষক, রুহি মোস্তফা, কামরুল হাসান এফসিএ, রাশেদা আক্তার মুন্নি, এস. এম আবু সুফিয়ান, লায়ন হাসিনা খান,আজীবন সদস্য এম. হোসেন রুবেল, জহিরুল ইসলাম, প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, পরিচালক মঞ্জরুল ইসলাম রায়হান, পরিচালক প্রকোশলী ওমর ফারুক, সহ সভাপতি মো মহসিন, সাবেক সহ সভাপতি রাহুল দাশ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন মুন্না, দক্ষিন আফ্রিকা প্রবাসী সাহাদাত হোসেন ও শুভাকাঙ্খী ফেরদোস হোসেন শাহীন।