নৌকাকে বিজয়ী করতে মাঠে-ময়দানে ইঞ্জিনিয়ার মোশাররফ

top Banner

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ৭ বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তারই ছেলে মাহবুব রহমান রুহেলকে নৌকা প্রতীকে জয়ী করতে নেমেছেন নির্বাচনী গণসংযোগে। বৃদ্ধ বয়সেও চষে বেড়াচ্ছেন মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে। জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছেন বর্তমান সরকারের আমলে বদলে যাওয়া এ জনপদের কথা।

রোববার (২৪ ডিসেম্বর) উপজেলার মিঠানালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনগণের কাছে ছুটে যান বর্ষিয়ান এই নেতা। এ সময় তিনি এলাকাবাসীকে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে সরকারে নিয়ে আসার আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এই নির্বাচনে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া অংশগ্রহণ করছেন না। খালেদা জিয়ার বয়স হয়েছে, মামলা আছে, তিনি অসুস্থ—তাই নির্বাচন করছেন না। তার ছেলে তারেক জিয়া লন্ডনে। সেখানে সে কি করে? তার যদি সাহস থাকে বাংলাদেশে আসতে পারছেন না? যদি তার নামে মামলা থাকে সে তা মোকাবেলা করবে।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছি। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছি। বঙ্গবন্ধু আমোকে স্নেহ করতেন। এখন আমি তার কন্যা শেখ হাসিনার সাখে আছি। ৭ বার এমপি হয়েছি, এটা কিন্তু বিরল। সারা বাংলাদেশে ৭ বার এমপি হয়েছেন এমন কম আছেন। ৮ বার হতে পারতাম তবে এক বেঈমানের জন্য হতে পারি নি। যে কি-না এখন নির্বাচন করছেন। আমি যতটুকু হয়েছি তা আপনাদের স্নেহ ভালোবাসার কারণে হয়েছি।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, এখন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা সামনে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন। সে আমার ছেলে না কি, সেটা বিষয় না। আপনারা নৌকাকে ভোট দিবেন। আর নৌকা জিতলে শেখ হাসিনা জিতবে।

উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার আলীর পোল এলাকায় গিয়ে জনগণের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমি আগে যখন এই এলাকায় এসেছিলাম পুরো রাস্তাঘাট ছিলো কর্দমাক্ত। এখানে কোন বিদ্যুতের আলো ছিলো না। মানুষ তেমন সুযোগ সুবিধা পেতো না। আজকে আপনাদের রাস্তাঘাট চকচক করছে, ঘরে ঘরে আলো জ্বলছে। বিভিন্ন রকম ভাতা ও সুযোগ-সুবিধা পাচ্ছে মানুষজন। এসব কে করেছে? আওয়ামী লীগ সরকার দেশকে পাল্টে দিয়েছে, বদলে দিয়েছে মানুষের জীবনমান। আর সেই ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।

এদিকে নৌকাকে বিজয়ী করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরাও। মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড—যেখানে মানুষের সকাল থেকে সন্ধ্যা কাটে কৃষির সাথে। তবে নির্বাচন এলে এখানেও কমতি থাকে না উৎসবের। নিজেদের জন্য কল্যাণকর জনপ্রতিনিধি নির্বাচিত করতে আগের মতো এবারও জোর প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত মাহাবুব রহমান রুহেলকে জয়ী করতে তৈরি করছেন জনমত।

সরেজমিনে দেখা গেছে, নৌকার পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট। আবার বাড়ি বাড়ি গিয়েও অনেকে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করছেন। বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগমণ নেতাকর্মীদের আরও অনুপ্রণিত করছে। সেই সাথে সাধারণ জনগণও উৎফুল্ল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নাসির উদ্দিন বলেন, আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিরসরাই থেকে মাহবুব রহমান রুহেল ভাইয়ের নৌকা মার্কার সমর্থনে আলির পোল এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেছি। আমাদের অত্র এলাকার সবাই নৌকাকে বিজয়ী করতে প্রস্তুত। আমরা আগে যেমন নৌকার পক্ষে ছিলাম এখনও নৌকার পক্ষে থাকবো৷ আমরা চাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহাবুব রুহেল জাতীয় সংসদে আমাদের কণ্ঠস্বর হোন।

তিনি বলেন, আজ মোশাররফ ভাই আমাদের এলাকায় এসেছেন। মানুষজন উনাকে কাছে পেয়ে খুবই উৎফুল্ল। এই এলাকার প্রতিটা কেন্দ্রে বিপুল ভোটে নৌকার জয় হয়। আমরা আশা করছি এবারও তা হবে।

স্থানীয় আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ১৯৯৭ সাল থেকে আমাদের নেতার ছেলে রুহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। গত ২৬ বছর তিনি বাবার সঙ্গে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। শেখ হাসিনাকে বিজয়ী করতে এবং বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা নৌকাকে জয়ী করতে কাজ করে যাচ্ছি।

আরো খবর