মিরসরাইয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে স্বাভাবিক প্রসবের সংখ্যা। বিগত ২০২২ সালে ৮৪৯টি স্বাভাবিক প্রসব হয়েছে। এছাড়া সিজারিয়ান প্রসব হয়েছে ১৩৭টি। হাসপাতালটিতে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব ও অফিস চলাকলীন সময়ে সিজারিয়ান প্রসব করানো হয়ে থাকে। বিনা পয়সায় প্রসবের ব্যবস্থা ও মহিলা ডাক্তার থাকায় প্রতিদিন উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে গর্ভবতী নারীরা চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, বিগত ২০২২ সালে জানুয়ারী মাসে ৬৩টি, ফেব্রুয়ারি মাসে ৬৮, মার্চ মাসে ৫৩টি, এপ্রিল মাসে ৮২টি, মে মাসে ৭৩টি, জুন মাসে ৭৫টি, জুলাই মাসে ৬৯টি, আগষ্ট মাসে ৭৮টি, সেপ্টেম্বর মাসে ৭৪টি, অক্টোবর মাসে ৭৫টি, নভেম্বর মাসে ৭৩টি ও ডিসেম্বর মাসে ৬৬টি সহ সর্বমোট ৮৪৯টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। এছাড়া বিগত ২০২২ সালের জানুয়ারি মাসে কোন সিজারিয়ান প্রসব করানো হয়নি। ফেব্রুয়ারি মাসে ২টি, মার্চ মাসে ৬টি, এপ্রিল মাসে ১১টি, মে মাসে ৭টি, জুন মাসে ১৩টি, জুলাই মাসে ৯টি, আগষ্ট মাসে ২০টি, সেপ্টেম্বর মাসে ২০টি, অক্টোবর মাসে ২০টি, নভেম্বর মাসে ১৪টি, ডিসেম্বর মাসে ১৫টি সহ সর্বমোট ১৩৭টি সিজারিয়ান প্রসব করানো হয়। হাসপাতালে গাইনী বিভাগে নিয়মিত জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. সারওয়াত আরা ও সহকারী সার্জারী ডা. জেসমিন আক্তার চিকিৎসা দিয়ে আসছেন বলে জানান তিনি।
প্রসব বেদনা উঠলে বোন শামিনা ইয়াছমিনকে নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ভাই মো. জাফর উদ্দিন। এর আগেও একাধিকবার হাসপাতালে এসে গাইনী বিভাগ থেকে চিকিৎসা নেন শামিনা ইয়াছমিন। মঙ্গলবার দুপুরে স্বাভাবিক প্রসবে তার একটি পুত্র সন্তান হয়। বিনামূল্যে সরকারি হাসপাতালে প্রসব করানোর সুবিধা নিতে পেরে খুশী জাফর উদ্দিন সহ তার পরিবার। তিনি বলেন, আমার বোন এর আগেও কয়েকবার গর্ভকালীন সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজ স্বাভাবিক প্রসবে আমার বাগিনা জন্মগ্রহণ করেছে। সরকারি ভাবে বিনা পয়সায় সেবা পেয়ে আনন্দটা আরো বেড়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাবাসীর জন্য ভরসার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন আউটডোরে ৪ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। উপজেলাবাসীকে বিনা পয়সায় নাগরিক অধিকার নিশ্চিতকল্পে হাসপাতালে আই ভিশন সেন্টার, যক্ষা রোগ নির্ণয় ও ওষুধ বিতরণ, আইএমইউ কর্ণারের মাধ্যমে শিশুদের চিকিৎসা দেওয়া, এনসিডি কর্ণারের মাধ্যমে প্রেসার, ডায়াবেটিস এবং বাদ রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান করা, ওয়ারমার এর মাধ্যমে সদ্য ভূমিষ্ট শিশুর চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে ইউনিসেফের তত্ত্বাবধানে ম্যানিফোন্ড্রি সিষ্টেমের মাধ্যমে অক্সিজেন দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতমধ্যে পুরো হাসপাতালে ৫২টি প্ল্যাগ বসানো হয়েছে। এর মাধ্যেমে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সুবিধা দেওয়া যাবে। বিগত ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব করানো হয়েছে ৮৪৯টি ও সিজারিয়ান প্রসব করানো হয়েছে ১৩৭টি। স্বাভাবিক প্রসব করানোর ক্ষেত্রে আমাদের হাসপাতাল চট্টগ্রাম জেলায় সর্ব প্রথমে রয়েছে। সেবার মান বাড়ানোতে সর্ব শ্রেণীর মানুষের কাছে আস্থার ঠিকানা হয়ে উঠেছে বলে দাবী করেন তিনি।