নিজামপুর সরকারি কলেজ: টিকটক ভিডিও করলে নেওয়া হবে ব্যবস্থা 

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায়  কলেজ কর্তৃপক্ষের অফিসিয়াল প্যাডে অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশিত করা হয়। টিকটক ভিডিও এর প্রমাণ পেলে নেয়া হবে ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের ওপর টিকটক নেতিবাচক প্রভাব ফেলে টিকটক ভিডিও। এর ফলে শিক্ষার্থীদের মনে তৈরি হয় অপরাধ প্রবণতা। তাই শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা ও নৈতিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের এমন উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ক্যাম্পাসে কেউ কোনো ধরনের টিকটক ভিডিও ধারণ করতে পারবেন না। এমন কাজের সাথে জড়িত কোনো ছাত্র-ছাত্রীর প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কলেজের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিজামপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে প্রশংসা জোয়ারে ভাসছেন উপজেলা জুড়ে। শিক্ষার্থীর অভিভাবক ও সচেতন মহল বলছেন, টিকটক  শিক্ষার্থীদের মনে সামাজিক অবক্ষয় করে।  শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার পরিবেশ নষ্ট করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ভিডিও নিষিদ্ধ করা প্রশংসনীয় কাজ।

নিজামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ক্যাম্পাসে টিকটকের ভিডিও ধারণ করার বিষয়টি আমাদের নজরে আসে, তাই কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা পরিষদের অনুমতিক্রমে পদক্ষেপটি নেয়া হয়েছে। ক্যাম্পাসে আমাদের কলেজের শিক্ষার্থী হোক বা অন্য কলেজের হোক কেউ ভিডিও ধারণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর