নিজামপুর কলেজ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

top Banner

আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষীণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ওইদিন নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।  এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা এমরান হোসেন হৃদয় ও মোশাররফ হোসেন জিসান। এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভুঁইয়া, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরের ছাপা নয়, ছাত্রনেতা মিনহাজ,মিরাজসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আর কোন ধরণের নাশকতা করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল করার পায়তারা করলে, সাধারণ মানুষের ক্ষতি করে বাস-ট্রাকে আগুন দিয়ে জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা ছাত্রলীগসহ সকল সাধারণ শিক্ষার্থী তাদের দাঁতভাঙা জবাব দিবো। বিএনপি-জামায়াত যদি সঠিক সময়ে নির্বাচনে না আসে তাহলে তারাও বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে ম্যাথিউসের মতো টাইমড আউট হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আরাম-আয়েশ করতেছে, আর দলের নেতাকর্মীদেরকে বলে তোমরা আন্দোলন কর, আমি আসতেছি। সে আর আসবেনা বাংলাদেশে, নেতাকর্মীদেরকে আসি আসি বলে ফাঁকি দিয়ে যাচ্ছে তারেক সাহেব।

আরো খবর