নিউইয়র্কে মতবিনিময় সভায় অংশ নেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

top Banner

মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুবাই মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এম এ হাসেমের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, আমি মিরসরাইবাসীর জন্য অতীতেও কাজ করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও কাজ করতে চাই।

আগামীবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মিরসরাইবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আমার কাজে যদি আমার প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সন্তুষ্ট হন এবং পুনরায় যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তবে আমি নির্বাচনে প্রার্থীতা করব। দল যদি আমার জায়গায় অন্য কাউকে যোগ্য মনে করে, সেক্ষেত্রে যে নৌকার মনোনয়ন পান তার হয়ে কাজ করার মন-মানসিকতা রয়েছে আমার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান রুহেলের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল। যোগ্য রাজনীতিবিদের ছেলে হিসাবে তিনিও রাজনীতির মাঠে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন। যেকারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তিনি এমপি হলে মিরসরাই আরো বেশি সমৃদ্ধ ও উন্নত হবে। তাকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, বর্তমানে মিরসরাই আওয়ামীলীগ খুবই সুসংগঠিত। ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওমীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের কমিটি গঠিত হয়েছে। সুতরাং মাহবুবুর রহমান রুহেল ভাইকে জয়ী করা সময়ের ব্যাপার মাত্র।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সদস্য সচিব আবু তালেব চৌধুরী চান্দু, আওয়ামীলীগ নেতা আশরাফ আলী খান লিটন, কমিউনিটি এক্টিভিস্ট আরিফুল হাসান, বেলাল আহমেদ, মতিউর রহমান, শমশের চৌধুরী, মাহফুজুল হক প্রমুখ।

এর আগে মিরসরাই সমিতি ইউএসএর এক পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও তিনি মিরসরাই সমিতি এন এ’র সভাপতি মেজবা উদ্দিনসহ একাধিক নেতাকর্মীর সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সম্প্রতি ব্যক্তিগত সফরে স্বপরিবারে নিউইয়র্ক ভ্রমণে যান মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

আরো খবর