দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যে মেট্রোরেলর অগ্রযাত্রা

top Banner

মো তানভির হোসেন তপু: বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রায় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের পর মেট্রোরেল আর একটি বিষ্ময় জাগানো মাইলফলক অর্জন। রাষ্টচিন্তায় যদি থাকে দেশ ও মানুষের কল্যাণ, তার প্রতিফলন দেখা যায় সরকারের নীতি ও পরিকল্পনায়। একসময় যে মেট্রোরেলের স্বপ্ন ছিল নগরবাসীর সেই স্বপ্ন এখন বাস্তবতা।

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে এ খাতে মেগা প্রকল্পসহ অসংখ্যা উন্নয়ন গ্রহন করা হয়। যা বাস্তবায়নের পর একের পর এক উদ্ধোধন করা হচ্ছে ২০১২ সালে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা রাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে। প্রথম পযায়ে নিমার্ণের জন্য এম আরটি ৬ নামক ২০. ১০ কিলোমিটার দীর্ঘপথ নির্ধারন করা হয়। রাজধানীর যানজট নিরসনে এবং সাশ্রয়ী যানজট নিরসনে এবং সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনার বিশেষ উদ্যােগেই শুরু হয় মেট্রোরেল প্রকল্পের কাজ। তিনি দেশের প্রথম উড়াল মেট্রোরেল ২০১৬ সালের ২৬ জুন এম আরটি ৬ প্রকল্পের নির্মান কাজের উদ্ধোধন করেন। জাপানের অর্থ কারগারি সহায়তায় নির্মাণাধীন মেট্রোরেল দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ছুটে বেড়াবে ট্রেন। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাও পযন্ত ১১,৭৩ কিলোমিটার রেলপথ চালু হবে। মেট্রোরেল ঢাকা মহানগর ও তার সংলগ্ন এলাকায় যানজট নিরসরে পরিবেশ উন্নয়নের অপরিসীম ভূমিকা পালন করবে

আরো খবর