শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরসরাই উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দিরে পূর্জার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
শনিবার নবমীর দিন বিকাল থেকে রাত অবদি উপজেলার ধুম ইউনিয়ন, বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই সদর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার বিভিন্ন মন্দির দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পরিদর্শন করেন।
সনাতন সম্প্রদায়ের নাগরিকদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। জন্মসূত্রে সবাই বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বলতো তারা ক্ষমতায় না থাকলে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের লোক বাংলাদেশে থাকতে পারবে না। ধর্ম-কর্ম করতে পারবে না। কিন্তু তাদের অপপ্রচার আজ ভুল প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশের হিন্দু সম্প্রদায়ের জনগণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করেছে। কোথাও কোন বাধা-বিপত্তি আসেনি। আগামীতে আসবেনা ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থাকবো।
শনিবার রাতে মিরসরাই জগদ্বেশ্বরী কেন্দ্রীয় কালী বাড়ী কমপ্লেক্সের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
এসময় বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব জাহিদ হোসাইন, ৪ন ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ হোসাইন ননাই, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল ফয়সাল, সদস্য সচিব ইনজামামুল হক ইমন।